Wellcome to National Portal

জেলা সমবায় কার্যালয়, বাগেরহাট এর তথ্য বাতায়নে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

© নিবন্ধন ও উপ-আইন সংশোধন:

ক) একইরুপ, একই উদ্দেশ্যে গঠিত অন্যুন ২০(বিশ) জন সদস্যরে সমন্বয়ে প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন প্রদান করা হয়। সমবায় সমিতি নিবন্ধনের সময় সমিতির পরিচালনায় সুনির্দিষ্ট বিধানবলী সমন্বিত উপ-আিইন নিবন্ধন করা হয় এবং পরবর্তীতে প্রয়োজন বোধে উপ-আেইনের সংশোধনী নিবন্ধন করা হয়।

খ) প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন ফি ৩০০/= (তিনশত) টাকা এবং দরিদ্র বিমোচনের লক্ষ্যে গঠিত সমবায় সমিতির নিবন্ধন ফি ৫০/=(পঞ্চাশ) টাকা ট্রেজারী চালানের মাধ্যমে ব্যাংকে জমা দিতে হয়।

গ) প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে ৩,০০০/=(তিন হাজার) টাকা শেয়ার মূলধন ও সমপরিমান অর্থ্যাৎ ৩,০০০/=(তিন হাজার) টাকা সঞ্চয় আমানত থাকতে হয়।

 

© ব্যবস্থাপনা, অডিট, পরিদর্শন, বিরোধ নিষ্পত্তি অবসায়ন:

ক) সমিতির ব্যবস্থাপনা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত কমিটি কর্তৃ্ক পরিচালিত হয়। কোন সমবায় সমিতি নির্বাচন করতে ব্যর্থ্ হলে জেলা সমবায় অফিসার, সমবায় আইন/০১ ইং মোতাবেক অন্তবর্তী্ কমিটি নিয়োগ করেন।

খ) জেলা সমবায় অফিসার কর্তৃ্ক ক্ষমতা প্রাপ্ত কোন কর্ম্চারী বা ব্যক্তি দ্বারা প্রাথমিক সমিতির ব্যবস্থাপনা ও আর্থিক কার্য্ক্রম এর উপর বাৎষরিক নিরীক্ষা সম্পাদন করা হয়।

গ) সমিতিতে সংগঠিত যে কোন অনিয়ম জেলা সমবায় অফিসার, পরিদর্শ্ন কিংবা তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করেন।

ঘ) প্রাথমিক সমিতির, নির্বাচন কমিটি গঠন সহ যে কোন বিষয়ে সমস্যার সৃষ্টি হলে জেলা সমবায় অফিসার এর নিকট অভিযোগ করতে হয়।

ঙ) প্রাথমিক সমিতি অকার্য্কর হলে কিংবা সদস্যগণ সমিতি পরিচালনায় অনাগ্রহী হলে জেলা সমবায় অফিসার সমিতিকে অবসায়নে ন্যাস্ত করতে পারেন। আবার সদস্যদের আগ্রহের কারনে অবসায়ন আদেশ প্রত্যাহার করতে পারেন।

 

© প্রশিক্ষন:

১. কুমিল্লা শহরের উপকন্ঠে কোটবাড়িস্থ বার্ড্ সংলগ্ন ক্যাম্পাসে দেশের স্বার্থে সমবায় আন্দেলন, গবেষনা ও সমবায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য সমবায় প্রশিক্ষন প্রতিষ্ঠান “বাংলাদেশ সমবায় একাডেমী” এবং খুলনার বয়রাতে “খুলনা আঞ্চলিক সমবায় প্রশিক্ষন ইনষ্টিটিউট” দ্বারা প্রশিক্ষন সেবা প্রদান করা হয়।

২. জেলা সমবায় কার্যালয় এর ভ্রাম্যমান প্রশিক্ষন দল কর্তৃক জেলার সকলে উপজেলার সমবায় সমিতির নিবন্ধিত কার্যালয়ে সমবায়ীদের প্রশিক্ষন প্রদান করা হয়।

৩. সমবায় অধিদপ্তর, বাংলাদেশ সমবায় একাডেমী এবং আঞ্চলিক সমবায় প্রশিক্ষন ইনষ্টিটিউট সমূহে অবস্থিত আধুনিক কম্পিউটার ল্যাব এর মাধ্যমে সমবায়ী এবং সমবায় বিভাগে কর্মরত কর্ম্কর্তা ও কর্ম্চারীদের আধুনিক তথ্য প্রযুক্তির উপর প্রশিক্ষন দেওয়া হয়।

 

© অভিযোগ, তদন্ত ও নিষ্পত্তি:

নিবন্ধিত সমবায় সমিতির কোন অভিযোগ সমবায় সমিতি আইন/২০০১ ও সমবায় সমিতি বিধিমালা/২০০৪ এর আলোকে জেলা সমবায় কার্যালয়ে দাখিল করা হইলে উক্ত আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক তদন্ত সম্পন্ন শেষে আইনানুগভাবে নিষ্পত্তি করা হয়।

 

© সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন:

# প্রজাতন্ত্রের কর্মী হিসাবে গন-প্রজাতনন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান, আইন, বিধি ও সার্কুলার মোতাবেক প্রদত্ত আদেশ-নির্দেশ পালন করা হয়ে থাকে।

 

# প্রয়োজনে #

জেলা সমবায় অফিসার

শালতলা, বাগেরহাট।

পোষ্ট কোড নং- ৯৩০০।

ফোন: ০৪৬৮-৬২৫৬৯

ইমেইল: dcobagerhat@gmail.com

Web site: www.bagerhat.gov.bd/node/613623

www.coop.gov.bd